Breaking News

জুলাইয়ে গাড়ি বিক্রি কমেছে জাপানে

গত জুলাইয়ে গাড়ি বিক্রি পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় ১৩ দশমিক ৭ শতাংশ কমেছে। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে চাহিদায় শ্লথগতিতে বিক্রিতে এ প্রভাব পড়েছে। সোমবার শিল্পসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর কিয়োদো।

জাপান অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বলছে, মিনি গাড়ি বাদে গত জুলাইয়ে গাড়ি, ট্রাক ও বাস বিক্রি ২০ দশমিক ৪ শতাংশ কমে ২ লাখ ৩৯ হাজার ৩৫৫ ইউনিটে দাঁড়িয়েছে।

মিনি গাড়ি বাদে গত জুলাইয়ের গাড়ি বিক্রি ১৯৬৮ সাল থেকে উপাত্ত রাখার পর দ্বিতীয় সর্বনিম্ন গাড়ি বিক্রি। এর আগে ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির ফলে সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটার ফলে তখন এক মাসে গাড়ি বিক্রি হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৭২ ইউনিট।

গাড়ি নির্মাণ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার ফলে ৬৬০ সিসি মিনি গাড়ি বিক্রি ১ দশমিক ১ শতাংশ কমে ১ লাখ ৫৬ হাজার ৯৯১ ইউনিটে দাঁড়িয়েছে।

গত জুলাইয়ে শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর গাড়ি বিক্রি বছরওয়ারি কমেছে। গত মাসে নিশান মোটর কোম্পানির গাড়ি বিক্রি কমেছে ২৯ দশমিক ৫ শতাংশ। হোন্ডা মোটর কোম্পানি ও টয়োটা মোটরের গাড়ি বিক্রি কমেছে যথাক্রমে ২৬ শতাংশ ও ১৬ দশমিক ২ শতাংশ।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *