গত অক্টোবরে জাপানের সুপারমার্কেটে বিক্রি বছরওয়ারি বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। লকডাউনের ফলে বেশির ভাগ মানুষ ঘরে অবস্থানের কারণে তারা খাদ্য ও অন্যান্য সামগ্রী মজুদ করায় সুপারমার্কেটগুলোয় বিক্রি বেড়েছে। সুপারমার্কেটগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের বরাতে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর কিয়োদো।জাপান চেইন স্টোরস অ্যাসোসিয়েশন জানায়, গত সেপ্টেম্বরে সুপারমার্কেটে কেনাকাটা কমার পর অক্টোবরে বিক্রিতে চাঙ্গা ভাব দেখা গেল।
গত মাসে খাদ্যপণ্য বিক্রি বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, আসবাব, ওষুধসহ গৃহস্থালি পণ্য বিক্রি বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ। ৫৬টি কোম্পানির ১০ হাজার ৮৭১টি সুপারমার্কেটে গত মাসে বিক্রি হয়েছে ১ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার কোটি ডলার। মোট বিক্রির ৬ দশমিক ৬ শতাংশ ছিল পোশাক, যা বিক্রি বেড়েছে ৪ শতাংশ। শীত মৌসুম শুরু হওয়ায় ক্রেতারা পায়জামা ও অন্তর্বাস কেনা বাড়িয়ে দেয়ায় গত ১৩ মাসের মধ্যে এই প্রথম পোশাক বিক্রি বেড়েছে।
দ্বিতীয় দফায় নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে খবরটি এল। সম্প্রতি দেশটিতে নভেল করোনাভাইরাসে সংক্রমণের হার দুই হাজার ছাড়িয়েছে।
কর্মী ছাঁটাই এবং আয় কমে যাওয়া এ খাতের জন্য সম্ভাব্য ঝুঁকি হিসেবে মনে করছে সুপারমার্কেটের প্রতিনিধিত্বকারী সংগঠনটি।