Breaking News

পূর্ব জাপানে ৫.২ মাত্রার ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছেন

জাপানের আবহাওয়া সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে চিবা এলাকা এবং টোকিও শহরের কেন্দ্রস্থল সহ পূর্ব জাপানে বৃহস্পতিবার ভোরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে ,এতে বেশ কয়েকজন আহত হয়েছে । কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি। ২০১২ সালের মার্চের পর প্রথমবারের মতো চিবা এলাকা 5 মাত্রার উচ্চ ভূমিকম্পে কেঁপে উঠেছে। সংস্থাটি সতর্ক করেছে যে প্রায় এক সপ্তাহ ধরে একই মাত্রার ভূমিকম্প হতে পারে। চিবা শহরের মিহামা ওয়ার্ড এবং ইয়োকোহামা ও কাওয়াসাকির কয়েকটি ওয়ার্ডে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। চিবা এলাকায় দুজন মহিলা সামান্য আঘাত পেয়েছেন এবং কানাগাওয়া এলাকায় আরো দুজন আঘাত পেয়েছেন , যার মধ্যে একজন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় সিলিং লাইট দ্বারা আঘাত পেয়েছিলেন। টোকিওতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উচিবো এবং সোটোবো রেললাইন সহ চিবা প্রিফেকচারের মধ্য দিয়ে চলাচলকারী কিছু পূর্ব জাপান রেলওয়ে সেবা বাতিল এবং স্থগিত করা হয়েছে। কিসারাজুতে ছাদের টাইলস ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ে। দক্ষিণ চিবা এলাকায় প্রায় ৪০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। সংস্থাটি প্রাথমিকভাবে ৫.৪ মাত্রার ভূমিকম্প রিপোর্ট করলেও পরে তা সংশোধন করে ৫.২ করে। তবে এখন পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। চিবা গভর্নর তোশিহিতো কুমাগাই কর্মকর্তাদের বড় আফটারশক এর জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন “আমাদের অবশ্যই পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।”
ছবি সূত্র; friendlyforecast

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *