Breaking News

করোনায় সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যু

দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার পর গত ৪ ডিসেম্বর বিকালে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) গত ৯ জানুয়ারি তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ওই দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, তিনি প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন। উনার এখন পোস্ট কভিড কমপ্লিকেশন দেখা দিয়েছে।

তার ভাই মসিউর রহমান খান জানান, আজ রাতে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে মিজানুর রহমান খানের মরদেহ রাখা হবে। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তার কর্মস্থল দৈনিক প্রথম আলো কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। প্রথম আলো কার্যালয়ে আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *