পাকিস্তানের কোয়েটায় শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আল জাজিরা জানায়, শুক্রবার সকালে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি উন্মুক্ত বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ প্রধান আব্দুর রাজ্জাক সিমা বলেন, “সংখ্যালঘু হাজারা জনগোষ্ঠীর একটি আবাসিক এলাকার কাছেই শক্তিশালী এ বোমা হামলা চালানো হয়।”
হতাহতদের তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে জরুরি মুহূর্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
সিমা বলেন, “হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
বেলুচের প্রাদেশিক সরকার প্রধান জাম কামাল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “মানবতার শত্রুরাই এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।”