টেসলার নতুন ডিজাইনের সাইবারট্র্যাকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ছিল গত বৃহস্পতিবার। নতুন মডেলের এ গাড়ির জানালার কাচ বুলেটরোধী বলে জানিয়েছিল কোম্পানিটি। মোড়ক উন্মোচনের পর তা সরাসরি পরীক্ষা করে দেখাতে গিয়ে বিপাকে পড়েন বিখ্যাত গাড়ি কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক। নিজেদের গাড়ির সক্ষমতা প্রমাণ দিতে কোম্পানিটির প্রধান নকশাকার ফ্র্যানজ ভন হলজহাউসেন পরপর দুটি ধাতব বল ছুড়ে মারলে ফেটে জর্জরিত হয়ে যায় দীর্ঘ প্রতীক্ষিত সাইবারট্র্যাকের জানালার কাচ। খবর গার্ডিয়ান।
বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে সঙ্গে টেসলারের শেয়ারদর ৬ শতাংশ কমেছে। অন্যদিকে এ ঘটনার একদিনের মাথায় মাস্কের ব্যক্তিগত ক্ষতি ৭৬ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফোর্বস।
বৃহস্পতিবার হলজহাউসেন জানালার কাচ পরীক্ষা করে দেখার একটু আগে বক্তৃতায় মাস্ক বলেন, আমাদের এ গাড়ির কাচ আক্ষরিক অর্থে বুলেটরোধী। নয়এমএম হাতবন্দুকের আঘাত এটিকে কিছু করতে পারবে না। মাস্কের ঘোষণার পরপরই মঞ্চে উঠে সেখানে রাখা সাইবারট্র্যাকের জানালার দিকে একটি ধাতব বল ছুড়ে মারেন হলজহাউসেন। সঙ্গে সঙ্গে আঘাতে জর্জরিত হয়ে যায় গাড়িটির জানালার কাচ। প্রথমটির পর দ্বিতীয় বল নিক্ষেপেও একই ফলাফল আসে। এতে বেশ মুষড়ে পড়েন টেসলারের উপস্থিত কর্মকর্তারা।
এদিকে দর্শক সারি থেকে ভেসে আসে অট্টহাসি। তবে পরিস্থিতি সামাল দিতে মাস্ক বলেন, যা-ই হোক, বলটি যে কাচ ভেদ করতে পারেনি, এটাই বড় কথা। অন্যদিকে বৃহস্পতিবারের উদ্বোধনের আগেই এ মডেল সাইবারপুংক, ব্লেড রানার পিকআপ ট্রাকের মতো ফিউচারিস্টিক হবে বলে জানিয়েছিলেন কোম্পানিটির সিইও।
প্রসঙ্গত, শুধু এবার নয়, আগেও মাস্কের একই রকমের নাটকীয় কর্মকাণ্ড পতন ঘটিয়েছে টেসলারের শেয়ারদরের। বছরখানেক আগে লাইভ ওয়েব শোতে সরাসরি মারিজুয়ানা পান করেছিলেন তিনি। এতেও এবারের মতো কোম্পানিটির শেয়ারদর কমেছিল ৬ শতাংশ।
এ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে গার্ডিয়ানকে ‘দুনিয়ার সবচেয়ে বাজে পত্রিকা’ বলে মন্তব্য করেছিলেন মাস্ক। এদিকে এবারের ঘটনায় একটু কৈফিয়তের সুরে তিনি বলেন, মঞ্চে পরীক্ষা চালানোর আগে এ মডেলের গাড়ির জানালার কাচের আমরা সফল পরীক্ষা চালিয়েছি। তখন কাচ ফাটেনি।