Breaking News

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে – সিএনএন’র জরিপ

নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও বাড়তে শুরু করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র নতুন একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে।

এদিকে, এসএসআরএস সংস্থা এবং সিএনএন’র যৌথ পরিচালনায় ওই জরিপ থেকে দেখা গেছে, জুন মাস থেকে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
জরিপ থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে ৫৩ শতাংশ ভোটার খুবই উৎসাহী। সামগ্রিকভাবে ৫০ শতাংশ নিবন্ধিত ভোটার বাইডেন-কমলা হ্যারিসকে সমর্থন করছেন। আর ট্রাম্প-মাইক পেন্সকে সমর্থন করছেন ৪৬ শতাংশ ভোটার।

যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে জনসমর্থনের ব্যবধান মাত্র ১ শতাংশে নেমে এসেছে। বাইডেনকে সমর্থন করছেন ৪৯ শতাংশ নিবন্ধিত ভোটার। আর ট্রাম্পকে সমর্থন করছেন ৪৮ শতাংশ ভোটার।

দেশব্যাপী পরিচালিত জরিপে পুরুষদের মধ্যে ট্রাম্প এবং বাইডেনের জনপ্রিয়তার ক্ষেত্রে জুন মাসে দুই নেতার পক্ষেই সমর্থন সমান দেখা গিয়েছিল। কিন্তু, এখন দেখা যাচ্ছে, ট্রাম্পের পক্ষে রয়েছে ৫৬ শতাংশ আর বাইডেনের পক্ষে ৪০ শতাংশ।

৩৫ থেকে ৬৪ বছর বয়সী ভোটারদের ক্ষেত্রেও জনসমর্থন এখন ট্রাম্পের দিকেই ঝুঁকে রয়েছে। জুনে যে সমর্থনের পাল্লা ছিল বাইডেনের দিকে। আর স্বতন্ত্র ভোটারদের মধ্যে জুনে বাইডেনের পক্ষে ছিল ৫২ শতাংশ, ট্রাম্পের পক্ষে ছিল ৪১ শতাংশ। এখন সেই হার বাইডেন এবং ট্রাম্পের পক্ষে যথাক্রমে ৪৬ ও ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রেও দুইজনের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমতে দেখা যাচ্ছে।

সিএনএন জানাচ্ছে, জুনে যেখানে আট শতাংশ রিপাবলিকান বাইডেনকে সমর্থন করেছিলেন, সেই সমর্থন এখন কমে দাঁড়িয়েছে চার শতাংশে। আর রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন এখন ৭৬ শতাংশ থেকে বেড়ে ৮৫ শতাংশ হয়েছে।

তবে জরিপে বলা হয়েছে, ট্রাম্পের ১২ শতাংশ সমর্থকই বলেছেন, নভেম্বর নাগাদ তাদের এই মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে। আর বাইডেনের ক্ষেত্রে মন পরিবর্তন হতে পারে বলেছেন সাত শতাংশ ভোটার।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *