ফেসবুকের নিষেধাজ্ঞা দুই সপ্তাহের জন্য বাড়ানো হলেও টুইটার কর্তৃপক্ষ স্থায়ীভাবেই ত্যাগ করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আবারও সহিংসতায় উস্কানি দেওয়ার আশঙ্কা থাকায় তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় এই মাধ্যম।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিবৃতিতে টুইটার বলেছে, @realDonaldTrump অ্যাকাউন্টের সাম্প্রতিক পোস্টগুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে, আবারও সহিংসতায় উস্কানি দেওয়ার ঝুঁকি রয়েছে। গত বুধবারের ভয়াবহ ঘটনার পর আমরা সতর্ক করেছিলাম উস্কানিমূলক পোস্টের ক্ষেত্রে টুইটারের পলিসির বিষয়ে।
ফেসবুক কর্তৃপক্ষও ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটির নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘আমরা বিশ্বাস করি, স্পর্শকাতর এ সময়ে প্রেসিডেন্টকে ফেসবুক পরিষেবা ব্যবহার করতে দেওয়ার ঝুঁকি অনেক।’ এই নিষেধাজ্ঞা ইন্সট্রাগ্রামেরও ক্ষেত্রেও প্রযোজ্য হবে।