Breaking News

১৪ বছরের সর্বোচ্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৮১০ কোটি ডলার। রফতানিতে শ্লথ প্রবৃদ্ধির বিপরীতে আমদানি আকাশচুম্বী হওয়ায় তা ১৪ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। রয়টার্স ।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নভেম্বরে বাণিজ্য ঘাটতি ৮ শতাংশ বেড়ে ৬ হাজার ৮১০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৬ সালের আগস্টের পর সর্বোচ্চ। গত অক্টোবরের বাণিজ্য ঘাটতির সংশোধিত উপাত্ত দাঁড়িয়েছে ৬ হাজার ৩১০ কোটি ডলার।

নভেম্বরে আমদানি ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৫ হাজার ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। পণ্য আমদানি ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪১০ কোটি ডলার, যা ২০১৯ সালের মে মাসের পর সর্বোচ্চ। রফতানি ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২০ কোটি ডলার। পণ্য রফতানি ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭০ কোটি ডলার।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *