যুক্তরাষ্ট্রের ইলিয়নস শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন শ্রমিক মারা গিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে শহরের একটি শিল্পপার্কে এই ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারি মার্টিন (৪৫) নামে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ওই বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিম শিকাগোর ৪০ মাইল অদূরের একটি শহরতলীর এই ঘটনার একদিন আগে ফ্লোরিডার পার্কল্যাল্ডের একটি স্কুলে ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়।
শুক্রবার হেনরি প্রাত কোম্পানিতে এই গোলাগুলির ঘটনা ঘটে। আক্রমণকারী গ্যারি মার্টিন এই কোম্পানির একজন কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জন প্রোবস্ট নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারী সাংবাদিকদের জানান, নিজের পিস্তল দিয়ে সহকর্মীদের নির্বিচারে গুলি করতে থাকে একই প্রতিষ্ঠানের ওই কর্মী।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এখন পর্যন্ত এই হামলার কোন কারণ বলতে পারেননি। তবে গ্যারি মার্টিনের পরিবারের বরাত দিয়ে শিকাগোর সান টাইমস পত্রিকা বলছে, দুই সপ্তাহ আগে থেকে সে (মার্টিন) মানসিকভাবে বিপর্যস্ত ছিল।