মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এখন থেকে কোনো পাকিস্তানি নাগরিককে ভিসা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রথম সারির একটি পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানাগেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে থাকা নাগরিকদের ফেরত না নেয়ায় পাকিস্তানের উপর এমন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।
সিনেটরদের সাথে সভা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এ সিদ্ধান্ত। এর ফলে উচ্চশিক্ষার জন্য আর কোনো পাকিস্তানি নাগরিক আমেরিকা যেতে পারবে না। এতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বেশ বিপাকেই পড়েছেন। বিষয়টি নিয়ে ট্রাম্পের সাথে আলোচনায় বসতে চাইছেন তিনি।
এর আগে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কোপে পড়েছে দশটি দেশ। ২০০১ সালে ঘানা ও গায়ানা, ২০১৬ সালে গাম্বিয়া, ২০১৭ সালে কম্বোডিয়া, ইরিট্রিয়া, গায়ানা ও সিয়েরা লিওন এবং ২০১৮ সালে সর্বশেষ মায়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়।