বুধবার (৩ নভেম্বর) চার বছর মেয়াদে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, দুই বছর মেয়াদে নিম্ন কক্ষ পার্লামেন্টের ৪৩৫ সদস্য এবং উচ্চকক্ষ পার্লামেন্টের ৩৩ সদস্যকে নির্বাচিত করতে মার্কিন নাগরিকেরা ভোটাধিকার প্রয়োগ করবেন।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে রিপাবলিকান পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্পের সঙ্গী হয়ে লড়বেন মাইক পেন্স। আর বাইডেনের সঙ্গে থাকছেন কমালা হ্যারিস।
এর আগে, ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করে পার্টির টিকেট নিশ্চিত করেন প্রেসিডেন্ট ওবামার দুইবারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
ফলাফল প্রকাশে বিলম্বের আশঙ্কা
আগাম ভোটের পরিমাণ ধারণার চেয়ে অনেক বেশি হওয়ায় এবারের নির্বাচনের ফলাফল আগের মতো দ্রুত নাও মিলতে পারে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়ে রেখেছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, সকল অঙ্গরাজ্যে একই সময়ে আগাম ভোট গণনার কাজ শুরু না হওয়া। সচারচর নির্বাচনের পরদিন ভোরের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত বিজয়ীর নাম জানা যায়।