যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সমর্থকদের হয়রানির শিকার হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
সংস্থাটির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার টেক্সাসের সান অ্যান্টোনিও এলাকায় গাড়িবহর নিয়ে জো বাইডেনের প্রচার শিবিরের বাসযাত্রীদের হয়রানির অভিযোগ ওঠে ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে।
শতাধিক গাড়ি নিয়ে ওই বাসটি ঘিরে ধরে একদল ট্রাম্প সমর্থক। বাসের গতি কমিয়ে মহাসড়কের মাঝখানে থামিয়ে দেওয়া হয় বাইডেন সমর্থকদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ট্রাম্প ট্রেইন’ প্রচারণার অংশ ছিল ওই গাড়িবহর। সবার হাতে ছিল ‘ট্রাম্প ২০২০’ লেখা পতাকা। এ নিয়ে সমালোচনা তৈরি হলে রোববার এ বিষয়ে তদন্তের কথা জানায় এফবিআই।
সংস্থাটির মুখপাত্র মিশেল লি সিএনএনকে জানান, ঘটনার বিষয়ে অবগত আছে এফবিআই; তদন্তও শুরু হয়েছে ইতোমধ্যেই।
বাইডেনের নির্বাচনি প্রচারণার এক কর্মকর্তা বলেন, ‘ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্য ছিল বাসটির গতি কমিয়ে দেয়া এবং রাস্তার বাইরে নিয়ে যাওয়া।’
মিশেল লি জানান, প্রচারণা বাসের গতি নেমে আসে ঘণ্টায় ২০ মাইল। মহাসড়কের মাঝখানেই বাসটিকে থামিয়ে দেয়ায় ধীরে ধীরে এর গতি কমিয়ে দেয় ট্রাম্পের সমর্থকরা।
বাসে ছিলেন না বাইডেন বা রানিং মেট কমলা হ্যারিস।
একাধিক সূত্রে জানা যায়, সাবেক স্টেট সিনেটর ওয়েন্ডি ডেভিস ছিলেন বাসে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ডেভিসের প্রচারণা দল।
হামলার সময় ৯১১তে ফোন করেছিলেন বাইডেনের সমর্থকরা। পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে গন্তব্যে পৌঁছায় বাইডেনের প্রচারণা বাস।
ঘটনার একটি ভিডিও শনিবার টুইটারে শেয়ার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ‘টেক্সাসকে ভালোবাসেন’ বলে উল্লেখ করেন এই টুইটবার্তায়।
রোববার অন্য এক সমাবেশে তিনি দাবি করেন, তার সমর্থকরা বরং রক্ষা করেছে বাইডেনের সমর্থকদের।