Breaking News

উইদোদো আবারও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হলেন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবার্চিত হলেন জোকো উইদোদো। সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে হারিয়ে আবারো ক্ষমতার চেয়ারে বসছেন উইদোদো। অবশ্য, ফল প্রকাশের আগেই নির্বাচনে বিশাল কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ৬৭ বছর বয়সী প্রাবোও। 

মঙ্গলবার (২১ মে) নির্ধারিত সময়ের একদিন আগেই গত মাসের ভোটের ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল ঘোষণাকে সামনে রেখে রাজধানী জাকার্তায় প্রায় ৩২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।

নির্বাচন কমিশন জানিয়েছে, ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে উইদোদো ৫৫.% প্রাবোও পেয়েছেন ৪৪.% ভোট। এতে প্রায় ১৯ কোটি ২০ লাখ ভোটার ২০ হাজার আইনপ্রণেতা নির্বাচিত করেন।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিন জাতীয় স্থানীয় পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ভোটাররা ২০ হাজার স্থানীয় জাতীয় আইনপ্রণেতাকেও বেছে নিয়েছেন।

২০১৪ সালের নির্বাচনে উইদোদোর কাছে হেরে আদালতে ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন সাবেক সেনা কর্মকর্তা। ভোটের মতো সে চ্যালেঞ্জও হেরে যান তিনি। তবে, প্রাবোও এবারের নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে যাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

২০১২ সালে জাকার্তার গভর্নর হয়ে প্রথমবারের মতো রাজনীতিতে পা রাখেন ৫৭ বছর বয়সী জোকো উইদোদো। ২০১৪ সালে সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তার শাসনকালে ইন্দোনেশিয়ার অর্থনীতিতে সুস্থির গতিতে এগিয়ে চলেছে।

যদিও, নির্বাচনের আগে বেশকিছু সমর্থক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে উইদোদোর সঙ্গ ত্যাগ করেন। এছাড়া, ইন্দোনেশিয়ায় চীনা বিনিয়োগকারীদের জন্য তার দেওয়া বিশেষ সুযোগসুবিধা নিয়েও আপত্তি তুলেছেন অনেকেই।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *