Breaking News

শপথের আগে ঐক্যের দেশ গড়ার অঙ্গীকার ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে কনসার্টের মধ‌্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে; শপথের আগের রাতে সেই কনসার্টে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকারের কথা।

লিংকন মেমোরিয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকানদের জীবনে তিনি পরিবর্তন এনে দেবেন। দুই ঘণ্টার এই আয়োজনে ট্রাম্পের পাশে ছিলেন স্ত্রী মিলানিয়া আর পরিবারের সদস‌্যরা। আরও ছিলেন অভিনেতা জন ভয়েট, গায়ক স্যাম মুর।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের রেওয়াজ অনুযায়ী, চার বছর পরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট জানুয়ারির ২০ তারিখ স্থানীয় সময় বেলা ১২টায় প্রধান বিচারপতির কাছে শপথ নেন। তবে অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয় আগের দিন সকালে, লিংকন মেমোরিয়ালে কনসার্টের মধ‌্য দিয়ে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *