স্পােটস ডেস্ক: ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে আবার ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। সেই হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয় পাওয়ারই কথা ছিল। আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮৯ রানে গুটিয়ে যাওয়ার পর অন্তত সেটিই মনে হয়েছিল। তবে সব কিছুকে ভুল প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। লো স্কোরিং ম্যাচে প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে ৪৭ রানের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ক্যাগিসো রাবাদা, অ্যারন ফাঙ্গিসো ও ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে ৯৪ বল বাকি থাকতেই ১৪২ রানেই গুটিয়ে যায় অজিরা।
ত্রি-দেশীয় সিরিজের তিন ম্যাচ শেষে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা- তিনটি দলই সমান একটি করে জয়-পরাজয়ের মুখ দেখেছে। অবশ্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজ নিজ জয় পাওয়া ম্যাচে বোনাস পয়েন্ট পাওয়ায় তাদের পয়েন্ট ৫; তবে উইন্ডিজের ৪। অস্ট্রেলিয়ার (+০.৩৭৩) চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা (+০.৩৭৮) শীর্ষে রয়েছে।
প্রসঙ্গত, আগামী শনিবার ত্রি-দেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। এর দুদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।