নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে যেখানে তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ পাওয়া যায় সেখানে মোম-শিখা প্রজ্জ্বলন করা হয়।
আজ ৮ নভেম্বর ২০১৭, বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে ত্বকী হত্যার ৫৬ মাস উপলক্ষে সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে রাখার প্রতিবাদে এই মোম-শিখা প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল সুজন, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সমন্বয়ক নিখিল দাস, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ ও সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর ঘাটে নিখোঁজ কিশোর ত্বকীর ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।
৮ নভেম্বর, ২০১৭
গোলাম মোস্তফা
ঢাকা।