বাংলাদেশকে বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় রেখেছে জাতিসংঘ। সংস্থাটির এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এসডি এশিয়া।
জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) উন্নয়নের ধারায় ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এর আগে রয়েছে ভারত ও সুদানের নাম।
প্রতিবেদনটির নাম ‘বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও প্রত্যাশা’ । চলতি বছর শক্তিশালী স্থায়ী বিনিয়োগ, ক্রমবর্ধমান বেসরকারি খাত ও অভিযোজিত আর্থিক নীতির কারণে বাংলাদেশের জিডিপি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন আরো বলা হযেছে, জিডিপি ৮ দশমিক ১ শতাংশ নিয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে সবার আগে থাকছে সুদান। ৭ দশমিক ৬ শতাংশ জিডিপি নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে ভারত।