ব্যর্থ অভ্যুত্থানের পর বরখাস্ত হওয়ার খবর শুনে আত্মহত্যা করেছেন তুরস্কের একটি জেলার উপ-গভর্নর নেজমি আকমান। ১৯ জুলাই সন্ধ্যায় আকমান নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীর বন্দুক কেড়ে নিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে দেশটির পুলিশের বরাতে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম দ্য জার্নাল অব তার্কিশ উইকলি। আকমান গত দুই বছর ধরে দেশটির মানিসা প্রদেশের আহমেতলি জেলার উপ-গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কের সরকারি দফতর থেকে এ পর্যন্ত ৫০ হাজার কর্মকর্তা-কমর্চারীকে গুলেনপন্থী এবং অভ্যুত্থানে জড়িত অভিযোগে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত তালিকায় নিজের নাম আছে শুনেই দেহরক্ষীর অস্ত্র ছিনিয়ে নিজ মাথায় গুলি করেন তিনি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দেহরক্ষীকে আটক করা হয়েছে।