Breaking News

যুক্তরাষ্ট্রে শাটডাউন : দাভোসে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প

আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্কিন প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের চলমান অচলাবস্থার কারণে এ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আল জাজিরা।

হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের আট লাখ মহান কর্মী তাদের বেতন পাচ্ছেন না, এ বিবেচনা থেকেই ডোনাল্ড ট্রাম্প এ পদক্ষেপ গ্রহণ করেছেন।

গত বছর দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বছরও তার এ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। যার ফলে যুক্তরাষ্ট্র সরকারের পরিচালনা ব্যয় অনুমোদন নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। সরকারের অচলাবস্থা সামলাতেই এ বছর দাভোসে যোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ট্রাম্পের পরিবর্তে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির দুই প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ২২ জানুয়ারিতে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মানিউচিন এবং পম্পেও যৌথভাবে বক্তব্য রাখার পরিকল্পনা জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী উইলবার রস এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজারও দাভোসে যোগ দেবেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিপক্ষ ন্যান্সি পেলোসির সফরও বাতিল করেন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *