স্পাের্টস ডেস্ক: প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রাশিয়া। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দল স্লোভাকিয়ার কাছে ১-২ গোলে হেরে বসেছে দলটি। বুধবার ফ্রান্সের স্টেড পিয়েররি-মাউরয় স্টেডিয়ামে স্লোভাকিয়ার হয়ে দুটি গোল করেন ভ্লাদিমির ওয়েইস ও মারেক হামসিকের। আর রাশিয়ার হয়ে একমাত্র গোলটি ডেনিস গ্লুশাকোভের।
ম্যাচের ৩২তম মিনিটেই প্রথম গোলের দেখা পায় স্লোভাকিয়া। হামসিকের পাস থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি ওয়েইস। বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে আরো একটি গোলের দেখা পায় স্লোভাকিয়া। এবারের গোলটি আসে আগের গোলটির সহায়তাকারী হামসিকের কাছ থেকে। বিরতি থেকে ফিরে এসে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রাশিয়া। তবে তাদেরকে ভালোই চেপে রাখছিল স্লোভাকিয়া। তারপরেও ৮০তম মিনিটে ব্যবধান কমায় রুশরা। শাতোভের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান গ্লুশাকোভ। ম্যাচের বাকি সময়টা আর কোনো গোল না হলে ১-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। এই হারে কোয়ার্টারে ওঠা অনেকটাই অনিশ্চিত হয়ে গেল রুশদের জন্য।