Breaking News

বহু আকাংখিত খুলনা শিল্পকলা একাডেমির অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ কাজ শেষ। সেপ্টেম্বরে উদ্বোধন।

খুলনা শিল্পকলা একাডেমীর নতুন ভবন তৈরির কাজ প্রায় ৯০শতাংশ সম্পন্ন হয়েছে। আশা করা যায় আগামী সেপ্টেম্বর মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমীর উদ্বোধন করবেন। একারনে জোরশোরেই চলছে একাডেমী নির্মাণের কাজ।
খুলনাবাসীর দীর্ঘদিনের প্রানের দাবীগুলোর মধ্যে অন্যতম ছিলো এই শিল্পকলা একাডেমী। খুলনার সকল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গুলি কয়েক দশক যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে আসলেও সর্বশেষ গত কয়েক বছর পূর্বে পূর্বাঞ্চল সম্পাদক মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর নেতৃত্বে খুলনায় সাংস্কৃতিক উন্নয়ন কমিটি গঠিত হয়েছিলো, যার অন্যতম নির্বাহী সদস্য হিসাবে ছিলেন এই প্রতিবেদক, গ্লোবাল খুলনার আহবায়ক ও নিহন বাংলা ডট কমের উপদেষ্টা সম্পাদক শাহ মামুনুর রহমান তুহিন। খুলনার বিভিন্ন শ্রেনী পেশার গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে স্বল্প পরিসরে কমিটি গঠন করা হলেও সেদিন থেকে খুলনার সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, মেয়র, সাবেক মেয়র, সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুধীদের নিয়ে ব্যাপক শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়। সর্বশেষ জেলা প্রশাসক অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন এবং স্মারকলিপি প্রদানের কিছুদিন পরেই ২০১৫ সালের ৬ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর শিল্পকলা একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৬ সালের ১০জুন ঠিকাদারী প্রতিষ্ঠান বিসিটিএই ইলোরা জেভি (বেনজীর কন্সট্রাকশনস আজাদ ইঞ্জিনিয়ারিং ইলোরা জয়েন্ট ভেঞ্চার) খুলনার শিল্পকলা একাডেমীর নির্মাণ কাজ শুরু করে। শেরে বাংলা রোডে ৮১শতক জমির ওপর দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শিল্পকলা একাডেমী নির্মাণের কাজ শুরু হয়। ১২ কোটি ৭লাখ ৪০হাজার ২১৯টাকা ব্যয় ধরে এ নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী ১৮মাস সময়ে অর্থাৎ ২০১৭সালের ডিসেম্বর মাসে শিল্পকলা একাডেমীর কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও, ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান বিসিটিএই ইলোরা জেভি সংশ্লিষ্ট দপ্তরে সময় বৃদ্ধির আবেদন জানায়। নির্ধারিত সময়ে শিল্পকলা একাডেমীর নকশা না পাওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হয়। এ ছাড়া সময় মত অর্থ ছাড় না করার কারণেও নির্মাণ কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। আধুনিক এ দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমীতে থাকছে লিফট, ক্যাফেটরিয়া, মুক্তমঞ্চ, আর্ট গ্যালারী, ৪৯০ আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রতিধ্বনিমুক্ত অডিটোরিয়াম, ভিভিআইপি ও সাধারণ কক্ষ, ডরমেটরী, ডাইনিং রুম, সেমিনার রুম, রিহার্সেল রুম ও লাইব্রেরী। বাংলাদেশের যে কোনো শিল্পকলা একাডেমীর চেয়ে খুলনার শিল্পকলা একাডেমী ব্যতিক্রম ও দৃষ্টিনন্দন হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে, সেপ্টেম্বর মাসেই খুলনা শিল্পকলা একাডেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে মহাপরিচালকের দপ্তর থেকে এক নির্দেশনা দেয়া হয়েছে। সে নির্দেশনা মোতাবেক শিল্পকলা একাডেমীর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আধুনিক শিল্পশৈলীর সমন্বয়ে দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক কর্মীসহ খুলনাবাসীর নজর কাড়তে সক্ষম হবে।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *