বাজার থেকে হারিয়ে যায়নি জনপ্রিয় মোবাইল ব্রান্ড নোকিয়া। কোটি মানুষের প্রিয় এই মোবাইল ব্রান্ডটি এবার নতুন মডেলের স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে। গত কয়েক বছরে বাজারে হারিয়ে যাওয়া এই বিশ্বস্ত মোবাইল ব্রান্ডটি আবার আসাতেই নোকিয়া ভক্তদের মুখে হাসি ফুটেছে। নোকিয়া ৩, ৪, ৫ ও ৬ মডেলের অ্যানড্রয়েড মোবাইলগুলো বাজারে বেশ সাড়া ফেলেছে। এর ধারাবাহিকতায় খুব শিগগিরই বাজারে আসছে নোকিয়া ৮ অ্যানড্রয়েড ফোনটি। এটি নোকিয়ার সবচেয়ে দামি স্মার্টফোন বলে মনে করা হচ্ছে।
আগামী ৩১ জুলাই থেকেই নোকিয়া ৮ অ্যানড্রয়েড ফোনটি বাজারে পাওয়া যেতে পারে। এনডিটিভি’র এক প্রতিবেদনে জানা গেছে, বাজারে আসার দুই সপ্তাহ আগেই নোকিয়া ৮ মডেলের অ্যানড্রয়েড ফোনটির খবর ও দাম ফাঁস হয়ে যায়।
এই মোবাইল ফোনটির কয়েকটি সুবিধা হচ্ছে- এতে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি। আর এক্সপান্ডেবল মেমরি ২৫৬ জিবি পর্যন্ত হতে পারবে। ডুয়াল সিম ও সিঙ্গেল সিম দুটো ভার্সনেই পাওয়া যাবে। থাকবে ২৪ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ডিসপ্লে হবে ৫.৭০ ইঞ্চির। আগামী ৩১ জুলাইয়ের পর থেকেই পাওয়া যাবে নোকিয়ার সবচেয়ে দামি এই স্মার্টফোনটি। ৫৮৯ ইউরোর নোকিয়া ৮ এর দাম বাংলাদেশি টাকায় পড়বে প্রায় ৫৪ হাজার টাকা।