অনলাইন ডেস্ক: বছরে প্রায় দুই কোটি বাংলাদেশি ভুলভাবে ওষুধ সেবন করে থাকেন। এর মুল কারণ ত্রুটিপূর্ণ ব্যবস্থাপত্র, ভুল বিতরণ ব্যবস্থা ও বিক্রি। এমনটি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. সায়েদুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর খামরারবাড়ির এ কে এম গিয়াস উদ্দীন মিলকী মিলনায়তনে স্বাস্থ্য আন্দোলন ও উবিনীগ’র আয়োজন অনুষ্ঠিত ’স্বাস্থ্য অধিকার জনসম্মেলন : স্বাস্থ্য সেবা ব্যবস্থার পর্যালোচনা ও প্রস্তাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় মো. সায়েদুর রহমান দেশের ১৫টি জেলার মাঠ পর্যায়ের কর্মী ও সংগঠন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্য খাতে নানা বৈষম্যের তথ্য উপস্থাপন করে বলেন, ভুলভাবে ওষুধ সেবনের কারণে শুধুমাত্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তা নয়। বরং মানুষ আরও নানারকম জটিলতার শিকার হন।