করোনা চিকিৎসায় আশার আলো হয়ে এসেছিল রেমডেসিভির। যুক্তরাষ্ট্র ও ভারতসহ কয়েকটি দেশে করোনা রোগীদের চিকিৎসায় এ ওষুধ প্রয়োগও করা হচ্ছে। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার একটি পরীক্ষায় উঠে এসেছে এমন এক তথ্য, যা রীতিমতো হতাশা জাগানো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হাসপাতালে করোনা রোগীদের চিকিসায় প্রয়োগ করা রেমডেসিভির কার্যত কোনো কাজই করছে না। বৃহস্পতিবার তার ফলাফল ইন্টারনেটে অনলাইন হতেই উদ্বেগ বেড়েছে চিকিৎসক-গবেষক-বিশেষজ্ঞদের। শুরু হয়েছে বিকল্প ভাবনা। খবর আনন্দবাজার পত্রিকার।
করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলোর কার্যকারিতা কেমন, তা জানতে পরীক্ষাটা চালিয়েছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। তাতেই উঠে এসেছে এমন হতাশাজনক তথ্য। অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডেসিভির ছাড়াও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন, এইচআইভি-র চিকিৎসায় ব্যবহৃত লোপিনাভির/রিটোনাভির এবং ইন্টারফেরন— এই চারটি ওষুধ প্রয়োগ করা হয়েছিল ৩০টি দেশের ১১ হাজার ২৬৬ জন প্রাপ্তবয়স্ক রোগীর ওপর। ২৮ দিনের পর্যবেক্ষণে রাখা রোগীদের শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা এবং সেগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, রেমডেসিভিরের কার্যকারিতা বলতে গেলে কিছুই নেই। হু অবশ্য জানিয়েছে, এই ফলাফল ‘প্রি-প্রিন্ট’ সার্ভারে আপলোড করা হয়েছে এবং এই ফলাফল পুনর্বিবেচনা করা হবে।