Breaking News

বাংলাদেশে যাত্রা করল ‘আসাহি এইতো’

বাংলাদেশের বাজারে যাত্রা হলো ৩০০ বছরের ঐতিহ্যবাহী জাপানি সিরামিক কোম্পানিআসাহি এইতো সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইযুমি, আসাহি এইতোর গ্লোবাল প্রেসিডেন্ট কজি মাচিমত, সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো সিমোজো, রাজউকের পরিচালক (উন্নয়ন) মো. আশরাফুল ইসলাম, সুবাসা ওভারসিস ডিভিশনের জিএম এসএম ওয়াসিউল ইসলাম, সুবাসার ওভারসিস ডিভিশনের সিনিয়র ম্যানেজার মো. ফয়সাল আহমেদ ভূইয়া, আসাহি এইতোর ডিস্ট্রিবিউটর মারুফ রহমান রাতুল আবু হুরাইরা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘একক দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগে জাপান প্রথম এগিয়ে। সেখানে বাংলাদেশের বাজারে জাপানি কোম্পানি হিসেবে আসাহি এইতোর যাত্রায় আমি প্রতিষ্ঠানটিকে স্বাগতম জানাচ্ছি।

কজি মাচিমত বলেন, ‘আমরা বাংলাদেশে আজ থেকে যাত্রা করলাম। আমাদের পণ্য গ্রাহকদের কাছে সহজলভ্য হবে এবং তারা পছন্দ করবে সেটাই বিশ্বাস।

মাসাহিতো সিমোজো বলেন, ‘গ্রাহকদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য আমরা বাংলাদেশে শাখা চালু করেছি। আমরা শুধু বিক্রির জন্য আসিনি, গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশের বাজারে এখন থেকে প্রতিষ্ঠানটির স্যানেটারি ওয়্যার আইটেম অ্যাকসেসরিজ পাওয়া যাবে। জাপানি সংগীত পরিবেশন এবং নৈশভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *