Breaking News

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে প্রখ্যাত সাংবাদিক ও সমাজকর্মী মীনা মঙ্গলকে প্রকাশ্যে গুলি করে  হত্যা করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি পাচ্ছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তারপরই শনিবার সকালে দক্ষিণ-পূর্ব কাবুলের রাস্তায় তাকে গুলি করে হত্যা করে দুষ্কৃতকারীরা।

গত ৩ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জীবননাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন মীনা। তারপরও তাকে নিরাপত্তা দেয়া হয়নি কেন, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন আফগান মানবাধিকার আইনজীবী ও নারী অধিকারকর্মী ওয়াজমা ফ্রোঘ।

তিনি বলেন, হুমকি পাচ্ছেন বলে জানানো সত্ত্বেও কেন তাকে নিরাপত্তা দেয়া হলো না? এর উত্তর চাই আমরা। পুরুষদের সঙ্গে একমত না হলেই প্রাণ হারানোর এই প্রথা আমাদের সমাজে আর কতদিন চলবে?

তবে কে বা কারা মীনা মঙ্গলকে হত্যা করেছে তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও মীনার মা স্থানীয় একটি সংগঠনের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, পর্দাপ্রথার বিরুদ্ধে গিয়ে নারী শিক্ষার হয়ে প্রশ্ন তোলায় এর আগে মীনাকে অপহরণ করেছিল ওই সংগঠনের লোকজন। সেইসময় তাদের গ্রেপ্তারও করা হয়েছিল। কিন্তু প্রশাসনের কর্মকর্তাদের ঘুষ দিয়ে অল্পদিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে আসে তারা।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *