Breaking News

জাপান এবং সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ট্র্যাভেল ফ্রেন্ডলি পাসপোর্ট

বিশ্বের ‘ক্ষমতাধর’ পাসপোর্টের তালিকায় এ বছর শীর্ষে রয়েছে তিনটি দেশ। আর এই তিনটি দেশই এশিয়া মহাদেশের। ২০১৯ সালের ফেলে আসা অর্ধেক মাসের হিসাবে, বিশ্বের সবচেয়ে ট্র্যাভেল ফ্রেন্ডলি পাসপোর্ট রয়েছে জাপান এবং সিঙ্গাপুরে। আর এ বছর প্রথমস্থান ছেড়ে দ্বিতীয় অবস্থানে এসেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সারিতে এসেছে ফিনল্যান্ড এবং জার্মানি। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্ক, ইতালি এবং লুক্সেমবুর্গ। যে দেশে ভিসা প্রয়োজন হয় না (ভিসা ফ্রি) এবং আগমন-পরবর্তী ভিসার (অন অ্যারাইভাল) দেশগুলোসহ মোট ১৮৬টি দেশে ইউরোপীয় এই তিনটি দেশের নাগরিকরা ভ্রমণ করেছেন।

যেখানে ১৮৫টি দেশ ঘুরে চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স, স্পেন এবং সুইডেন। পাঁচ বছর আগেও এই তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। সেখান থেকে ছিটকে দেশ দু’টির অবস্থান বর্তমানে ষষ্ঠ।

২০১৯ সালের সেরা পাসপোর্টধারী দেশ:

০১. জাপান ও সিঙ্গাপুর (১৮৯টি গন্তব্য)
০২. ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ করিয়া (১৮৭)
০৩. ডেনমার্ক, ইতালি ও লুক্সেমবুর্গ (১৮৬)
০৪. ফ্রান্স, স্পেন ও সুইডেন (১৮৫)
০৫. অস্ট্রিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ড (১৮৪)
০৬. বেলজিয়াম, কানাডা, গ্রিস, আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র (১৮৩)
০৭. মালটা (১৮২)
০৮. চেক রিপাবলিক (১৮১)
০৯. অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, লিথুয়ানিয়া ও নিউজিল্যান্ড (১৮০)
১০. লাতভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া (১৭৯)

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *