উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের শরীর এত খারাপ যে, তিনি যেকোনো সময় জেলেই মারা যেতে পারেন। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে লেখা এক খোলা চিঠিতে এ আশঙ্কার কথা জানায় ৬০ জনেরও বেশি চিকিত্সকের একটি দল। খবর আল জাজিরা।
৪৮ বছর বয়সী অ্যাসাঞ্জ সাত বছর ধরে লন্ডনে একুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছিলেন। গত এপ্রিলে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে ১৮ মাত্রার অপরাধের অভিযোগে ফেরারি ঘোষিত অ্যাসাঞ্জ; যার মধ্যে রয়েছে সরকারি কম্পিউটার হ্যাক করা এবং গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ। দোষী সাব্যস্ত হলে কয়েক দশক জেল-সাজা পাবেন তিনি।
সোমবার উইকিলিকসে প্রকাশিত ১৬ পৃষ্ঠার চিঠিতে বলা হয়, ডিপ্রেশনসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন অ্যাসাঞ্জ। এছাড়া তার দাঁতের সমস্যা ও কাঁধে মারাত্মক ব্যথা রয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের উদ্দেশে লেখা চিঠিতে চিকিত্সকরা আহ্বান জানান, অ্যাসাঞ্জকে যেন দক্ষিণ-পূর্ব লন্ডনের বেলমার্শ কারাগার থেকে একটি ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমান পরিস্থিতিতে বেশি দিন থাকলে তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।