নিরন্তর সংগ্রাম

নিরন্তর সংগ্রাম
———– মাসুদ রহমান

গতিহীন জীবনের নেই কোন দাম
জড়ো হয়ে পড়ে থাকা পাথর সমান।
গতিময় জীবনের থাকে কত স্বপ্ন
খুঁজে নেয় জীবন সুখের লগ্ন।

অচল জীবন এক পড়ে থাকা ইট
সেই মনে দেয়া থাকে মস্তবড় গিট।
কর্মহীন জীবন এক বোঝা
কি তার দাম এমন জীবনের
নেই কোন সমাজের কাম।

যতদিন থাকবে জীবনের চলমান যন্ত‌্র
ততদি চলবে লড়ায়ের অবিরাম মন্ত‌্র।

সংগ‌্রাম নিরন্তর চলবে জীবনের জন্য
এ ছাড়া বেঁচে থাকার পথ নেই অন্য।

About S Chowdhury

Check Also

প্রতিবাদলিপি

২০২১.১০.২৩প্রতিবাদলিপি প্রতিবাদলিপিদেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের বাংলাদেশে সংঘটিত ধারাবাহিক সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *