আগামী অর্থবছরের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বাজেট অনুমোদন দিয়েছে জাপানের পার্লামেন্ট। মহামারীর প্রভাব কাটিয়ে ওঠাসহ নানা কারণে বেড়েছে দেশটির বাজেটের আকার। আগামী ১ এপ্রিল থেকে নতুন বাজেট কার্যকর হবে। খবর রয়টার্স।
দেশটিতে ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার মানুষের জন্য সামাজিক সুরক্ষা ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টিও বাজেটের আকার বৃদ্ধির আরেকটি কারণ। এছাড়া উত্তর কোরিয়া ও চীনের কাছ থেকে ক্রমাগত হুমকির মুখে সামরিক শক্তি বাড়ানো।
নতুন বাজেটের ১০৬ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েনের মধ্যে ৫ ট্রিলিয়ন ইয়েন রাখা হয়েছে করোনা মহামারী সম্পর্কিত জরুরি ব্যয়ের জন্য। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এ মুহূর্তে মন্দার কিনারে দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে কিছু বিশ্লেষক ধারণা করছেন, বাজেট হয়তো আরো বাড়ানো হতে পারে।
তবে জাপানের অর্থমন্ত্রী তারো আসো বলেন, এ মুহূর্তে আমি বাজেট বৃদ্ধির বিষয়ে ভাবছি না। আমি জানি, অনেক দেশ করপোরেট কর বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা এখনই করপোরেট কর বা বিক্রয় কর বাড়ানোর বিষয়ে কিছু ভাবছি না।