২০১৬ সালে সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়ার জন্য প্রায় চার লাখ অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানায় টুইটার কর্তৃপক্ষ। উগ্রবাদ ও সহিংসতা ঠেকাতে টুইটার এ উদ্যোগ নেয়। খবর এএফপির।
ওই বছরে মোট ৩ লাখ ৭৬ হাজার ৮৯০ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ২০১৫ সালের আগস্ট মাস থেকে এ পর্যন্ত সর্বমোট ৬ লাখ ৩৬ হাজার ২৪৮ অ্যাকাউন্ট টুইটার বন্ধ করেছে। সম্প্রতি টুইটার তাদের নতুন ট্রান্সপারেন্ট প্রতিবেদনে এ তথ্য জানায়। সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার উগ্র মৌলবাদ প্রসারে সামাজিক মাধ্যম ব্যবহার ঠেকাতে পদক্ষেপ নিতে অনুরোধ করে সকল ওয়েবসাইটকে। বিভিন্ন দেশের সরকারের চাপে পড়ে টুইটার এ পদক্ষেপ নেয়।
বিভিন্ন দেশের সরকার টুইটারের কাছে ব্যবহারকারীর তথ্য জানতে চায়। অন্য জাতি ও ধর্মের প্রতি ঘৃণামূলক পোস্ট মুছে ফেলতে অনুরোধ করে। ব্যবহারকারীর এসব তথ্য মুছতে থার্ড পার্টি গবেষণার ওয়েবসাইট লুমেন সাহায্য করেছে টুইটারকে। লুমেনের সঙ্গে টুইটারের চুক্তি হয় ২০১০ সালে।